ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশ ব্যাংক চালু করেছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য প্যানেল প্রক্রিয়া

২০২৫ জানুয়ারি ১৩ ১৮:৫৭:১৪
বাংলাদেশ ব্যাংক চালু করেছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য প্যানেল প্রক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য একটি প্যানেল প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে। এর মাধ্যমে, আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বতন্ত্র পরিচালকদের নাম এবং প্রয়োজনীয় তথ্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাবে। এরপর বাংলাদেশ ব্যাংক তাদের যাচাই-বাছাই করে, যোগ্য হলে ওই ব্যক্তিদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগের জন্য অনাপত্তি প্রদান করবে।

এছাড়া, স্বতন্ত্র পরিচালকদের মেয়াদ পূর্ণ হওয়ার আগে অন্তত ৩০ কর্মদিবস আগে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে। এতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ্য ব্যক্তি নির্বাচন এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ব্যাংক একটি কৌশলগত ভূমিকা পালন করবে।

বাংলাদেশ ব্যাংক আরো বলেছে, যে কোনও ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তত দুইজন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। তবে, এই ধরনের পরিচালকরা ঋণখেলাপি হলে তাদেরও একই পরিস্থিতির সম্মুখীন হন। এই পদক্ষেপের মাধ্যমে লক্ষ্য করা হচ্ছে যে, স্বতন্ত্র পরিচালকদের স্বাধীন মতামত এবং প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করা সম্ভব হবে।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক এই প্রজ্ঞাপনে জানায় যে, স্বতন্ত্র পরিচালকদের কোন ধরনের অনিয়ম বা পর্ষদ সভায় তাদের স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে কোনো বাধা পড়লে তারা তা অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে জানাতে বাধ্য হবে।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে