ঢাকা, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

তিতাস গ্যাসের ১৫০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

২০২৫ জানুয়ারি ১৩ ১৭:১৩:২৮
তিতাস গ্যাসের ১৫০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সাভার ও গাজীপুরে তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে পরিচালিত একটি অভিযান চলাকালে ১৫০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযান পরিচালনা করেছে। অভিযানের পরিপ্রেক্ষিতে, অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়ায় সাভার এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

দুদক সূত্রে জানা যায়, সাভারে ১১০টির অধিক অবৈধ গ্যাস সংযোগ এবং গাজীপুরে ৪০টি অবৈধ সংযোগ পাওয়া যায়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সহযোগিতায় এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলাসহ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে, এবং এ বিষয়ে কমিশন বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছে।

এছাড়া, অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে