ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

২০২৫ জানুয়ারি ১৩ ১৬:৪৩:৫৩
প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জুলাই মাসের হত্যাকাণ্ডে জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তবে, ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে এবং হত্যাকাণ্ডের আলামত গায়েব করার জন্য সব ধরনের আয়োজন করা হয়েছিল। তিনি আরও বলেন, “জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। প্রথমে কোটা সংস্করণ আন্দোলন এবং পরে সরকার পতনের আন্দোলনের পর, জুলাই এবং আগস্টে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ থাকলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা ৭০৮। নিহতদের তালিকা তৈরি কাজ এখনও চলমান।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে