ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

শীত নিয়ে সুখবর

২০২৫ জানুয়ারি ১২ ১১:৫৩:১৮
শীত নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া অফিস জানাচ্ছে, দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়বে, ফলে শীত কিছুটা কমে যাবে। তবে, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ তথ্য দেওয়া হয়েছে রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে।

পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার এবং গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে, এই শৈত্যপ্রবাহ শিগগিরই প্রশমিত হতে পারে। তাছাড়া, আগামী তিন দিন দেশব্যাপী আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার সম্ভাবনা থাকবে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

তবে, আবহাওয়ার এই পরিবর্তনের ফলে তীব্র শীতের প্রকোপে কিছুটা স্বস্তি মিলবে বলে ধারণা করা হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে