ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
Sharenews24

লন্ডনে মির্জা আব্বাসের দাবি,মাইনাস টু ফর্মুলা কোনো দিন সফল হবে না

২০২৫ জানুয়ারি ১১ ১৮:৩৪:২৬
লন্ডনে মির্জা আব্বাসের দাবি,মাইনাস টু ফর্মুলা কোনো দিন সফল হবে না

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান, তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস, যিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি। যুক্তরাজ্য বিএনপির নেতা এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বিমানবন্দরে এসে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা আব্বাস বলেন, "মাইনাস টু ফর্মুলা" অকার্যকর এবং যে যতই চেষ্টা করুক, এটি কার্যকর হতে পারে না। তিনি আরো বলেন, "এটি আমাদের দলের নেত্রীর চিকিৎসার ওপর নির্ভর করবে, কতদিন লন্ডনে থাকবেন তা এখনই বলা মুশকিল।"

মির্জা আব্বাস খালেদা জিয়ার চিকিৎসার কথা উল্লেখ করে বলেন, তিনি দেখতে এসেছেন এবং এটি তাঁর দায়িত্ব বলে মনে করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে