ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর

২০২৫ জানুয়ারি ১১ ১৭:০৩:২২
ড্রাইভিং লাইসেন্স নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক: ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সুখবর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, বর্তমানে প্রায় সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং রয়েছে, যা আগামী মার্চের মধ্যে ইস্যু হয়ে যাবে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত রোড সেফটি বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির খান আরও বলেছেন, "লাইসেন্স দেওয়ার বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে প্রক্রিয়াটি সহজ করা হবে এবং দক্ষ ড্রাইভার তৈরিতে জোর দেওয়া হবে।"

এছাড়াও, তিনি জানিয়েছেন, ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং গাড়ির মালিকানা পরিবর্তনের প্রক্রিয়াও আরও সহজ করা হবে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে