ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

সুখবর: ২৬৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন প্রকাশ

২০২৫ জানুয়ারি ১১ ১৬:৪৩:৪৯
সুখবর: ২৬৭ জনকে নিয়োগ, প্রজ্ঞাপন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিএসসি) ৪৩তম বিসিএস পরীক্ষার ফলাফলের পর, সরকার ২৬৭ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। প্রজ্ঞাপনটি ১১ জানুয়ারি, ২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এসব কর্মকর্তাকে বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রশাসনিক কাজে নিয়োগ প্রদান করা হয়েছে এবং তাদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

এদের মধ্যে ২৬৭ জন নতুন সহকারী কমিশনার শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন বিভাগের অধীনে কাজ করবেন। কর্মকর্তাদের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে নিজেদের নির্ধারিত বিভাগীয় কমিশনারের কাছে যোগদান করতে হবে।

এছাড়া, এই কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা প্রশাসনিক দায়িত্বে কাজ করতে পারবেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে