ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে ভারতের আশ্রয়ে থাকার বিষয়ে যা বললেন কংগ্রেস নেতা

২০২৫ জানুয়ারি ১২ ১২:০৩:১৪
শেখ হাসিনাকে ভারতের আশ্রয়ে থাকার বিষয়ে যা বললেন কংগ্রেস নেতা

নিজস্ব প্রতিবেদক : ভারতের সাবেক কূটনীতিক এবং কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘদিন ভারতে থাকার প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “শেখ হাসিনা যতদিন চান, ততদিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত।” ১১ জানুয়ারি রাতের সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মণিশঙ্কর আইয়ার কলকাতার ১৬তম অ্যাপিজে সাহিত্য উৎসবের ফাঁকে সংবাদ সংস্থা পিটিআই-কে এক সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মণিশঙ্কর আইয়ার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির ঢাকায় গত মাসের সফরের প্রসঙ্গেও কথা বলেন। তিনি আনন্দ প্রকাশ করেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের আলোচনা অব্যাহত রয়েছে এবং দুই দেশের মন্ত্রী পর্যায়ের যোগাযোগ স্থাপন করা প্রয়োজন বলে মনে করেন।

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে কংগ্রেস নেতা বলেন, “আমি খুশি যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, যতক্ষণ তিনি চান, আমাদের তার আয়োজক হওয়া উচিত, এমনকি যদি তা তার সারা জীবনের জন্য হয়।”

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনাগুলো সত্য হলেও তা অতিরঞ্জিত হতে পারে, কারণ বেশিরভাগ হামলার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব ও মতপার্থক্য রয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে