ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইউনিলিভার কনজিউমারের ৩৩৮ কোটি টাকার শেয়ার কিনেছে আইসিবি

২০২৫ জানুয়ারি ১২ ১১:১৭:১১
ইউনিলিভার কনজিউমারের ৩৩৮ কোটি টাকার শেয়ার কিনেছে আইসিবি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) ৭ মাসে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের ১৬ লাখ ৮৯ শেয়ার কিনেছে, যার মূল্য প্রায় ৩৩৮ কোটি টাকা।

রাষ্ট্রায়াত্ব নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানটি মূলত শেয়ারবাজারকে সহায়তা করার দায়িত্বে নিয়োজিত। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত বহুজাতিক কোম্পানির বোর্ডে কর্পোরেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে।

গত বছরের ৭ মাসে আইসিবি ইউনিলিভারের ৭.১৩ শতাংশ শেয়ার কিনেছে। যার ফলে আগের শেয়ারসহ কোম্পানিটি এখন ইউনিলিভারের ১০.৮২ শতাংশ শেয়ার ধারণ করছে।

ডিএসইর তথ্য অনুসারে, গত বছরের এপ্রিলে ইউনিলিভার কনজিউমারের ৩৭ হাজার শেয়ার, মে মাসে ৮ লাখ ৫৫ হাজার শেয়ার, জুনে ২ লাখ ৫৩ হাজার শেয়ার, জুলাই মাসে ৫৩ হাজার শেয়ার, আগস্টে ১ লাখ ২১ হাজার শেয়ার, সেপ্টেম্বরে ৩ লাখ ৫৭ হাজার শেয়ার এবং নভেম্বরে ১০ হাজার শেয়ার কিনেছে আইসিবি।

তবে গত বছরের অক্টোবরে আইসিবি ইউনিলিভার কনজিউমারের ৭ হাজার ১৩৮টি শেয়ার বিক্রি করেছে।

গত বছরের এপ্রিলে ইউনিলিভার কনজিউমারের শেয়ার ২ হাজার ৩ টাকায় লেনদেন হয়েছিল এবং আগস্টে ৬১ শতাংশ বেড়ে ৩ হাজার ২৩১ টাকায় লেনদেন হয়েছে। বর্তমানে কোম্পানিটির শেয়ার ২ হাজার ৫৫০ টাকার ওপরে লেনদেন হচ্ছে।

ইউনিলিভার কনজিউমার কেয়ার ২০২৩ সালের জন্য মোট ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানির নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি ১৫ লাখ টাকা, যা আগের বছর ছিল ৭৩ কোটি ৪ লাখ টাকা।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে