ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

২০২৫ আগস্ট ১৭ ১৯:০৫:৪৭
ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: পরিচালক ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত শঙ্কামুক্ত রয়েছেন এবং ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার (১৭ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারুকী। এরপর দ্রুত তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, অতিরিক্ত কাজের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

রোববার হাসপাতালের মেডিকেল বোর্ড বৈঠকে বসবে এবং তারপর চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া, গুজব বা ভিত্তিহীন খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে