ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি

২০২৪ ডিসেম্বর ৩১ ১৫:৫৯:০২
এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ আমাদের সবার দেশ। এটা কারও জমিদারি নয়। এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি।

মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠির নেছারাবাদ কামিল মাদ্রাসা মিলনায়তনে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ.ফ.ম খালিদ বলেন, এটা আমাদের সবার দেশ। এটা কারও জমিদারি নয়। এ দেশ কোন দলকে ইজারা দেওয়া হয়নি। পাঁচ বছর পরপর ভোট হবে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে। ছলেবলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলাটিপে হত্যা করা কোন দেশ প্রেমিকের কাজ হতে পারে না।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা হজ প্যাকেজের টাকা কমিয়েছি। আমরা আগামী সপ্তাহে সৌদি আরব গিয়ে চুক্তি করব। পাশাপাশি আমরা যাকাত বোর্ড গঠন করেছি। এ বছর ১২ কোটি টাকা এবং আগামী বছর ২৫ কোটি টাকা গরিব মানুষের মাঝে বণ্টন করব।

এস/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে