ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
Sharenews24

আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২০২৪ নভেম্বর ১১ ২২:২৯:৫৬
আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে তিনি সেখানে গেলেন।

স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) বিকেলে দেশটির রাজধানী বাকুতে পৌঁছান তিনি।

এদিন বাংলাদেশ সময় বেলা ১১টায় আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়।

আজারবাইজান সফর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ড. ইউনূস ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন।

সফরে প্রধান উপদেষ্টা অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন বলে জানিয়ে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি-দাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে-সেসব বিষয় তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে-এমনটি জানান তিনি।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে