ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

নতুন ইসি গঠন: ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি

২০২৪ নভেম্বর ০৩ ২১:০০:২২
নতুন ইসি গঠন: ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আগামী ৭ নভেম্বরের মধ্যে নাম চেয়েছে এ সংক্রান্ত গঠিত সার্চ কমিটি।

রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন বা কেউ ব্যক্তিগতভাবেও মন্ত্রিপরিষদ বিভাগে নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করতে পারবেন।

আজ রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় নতুন ইসি গঠনে নাম চেয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তি তে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে।

রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো আগামী ৭ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ৫ জনের নাম প্রস্তাব করতে পারবে।

এতে বলা হয়, ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলযোগে ([email protected]) পাঠানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে