ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন কখন, জানালেন আইন উপদেষ্টা

২০২৪ অক্টোবর ২৯ ১৪:০০:১৭
ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন কখন, জানালেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটি গঠন হয়ে গেছে। প্রজ্ঞাপনে হয়তো প্রধান উপদেষ্টা স্বাক্ষরও করেছেন। আজ অথবা কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।

নির্বাচন নিয়ে তাদের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এ নিয়ে কোনো কথা হয়নি। তবে আপনাদের একটা কথা বলতে পারি- আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটা শুরু হয়ে গেছে। নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে, আপনারা বলতে পারেন।

তিনি বলেন, সার্চ কমিটি হয়ে গেলে নির্বাচন কমিশন গঠন করা হবে। নির্বাচন কমিশন গঠন করা হলে ভোটার তালিকা... আগেও বলেছি, ভোটার তালিকা নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, গত নির্বাচন এমন ভুয়া নির্বাচন ছিল, ভোটার তালিকা নিয়ে মানুষের মাথাব্যথা ছিল না।

তিনি আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশানর ভলকার তুর্ক অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করেছেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে জোর দিয়েছি। পাশাপাশি তার সঙ্গে অপরাধ ট্রাইব্যুনাল নিয়েও কথা হয়েছে। জাতিসংঘের হাইকমিশনার মৃত্যুদণ্ডের বিধান রহিত করার বিষয়টি বলেছেন।

এ ব্যাপারে আসিফ নজরুল বলেন, ফ্যাসিস্টদের বিচারের আগে এটি পরিবর্তনের প্রশ্নই ওঠেনা।

নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দল অংশ নিতে পারবে কিনা, আইন উপদেষ্টাকে এমন প্রশ্ন করা হলে ঘুরিয়ে তিনেই উল্টো প্রশ্ন রাখেন জনগণের কাছে। বলেন, যে দল এতো বড় গণহত্যা চালিয়েছে এবং যে দলের প্রধান সুযোগ পেলে আরও হত্যার হুমকি দেয়, সে দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কিনা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে