ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে

অধ্যাপক আয়েশা সুলতানার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

২০২৪ অক্টোবর ২৭ ০০:২৩:৩৫
অধ্যাপক আয়েশা সুলতানার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রবীণ শিক্ষক অধ্যাপক আয়েশা সুলতানার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুপডার’র আয়োজেনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (২৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের প্রবীণ সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খসরু।

আলোচনায় অংশ নেন ডুপডা’র নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী, অধ্যাপক নূরজাহান বেগম, অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক মুকুল ও আবদুস সাত্তার মিয়াজী, অধ্যাপক জাকির হোসেন জামাল, আইয়ুব বাঙ্গালী, তারিকুল ইসলাম প্রমূখ।

এছাড়া, সুদূর আমেরিকা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে শোক সভায় অংশ নেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফর রহমান।

সভার শুরুতে প্রবীণ এ শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর বক্তারা তাঁদের প্রিয় শিক্ষক অধ্যাপক আয়েশা সুলতানার শিক্ষকতা ও ব্যক্তি জীবনের নানা বণ্যাঢ্য দিক তুলে ধরেন। তাঁরা বলেন, অধ্যাপক আয়েশা সুলতানা ছিলেন নির্মোহ, নির্লোভ, নিরহংকার, বন্ধুসুলভ ও নৈব্যক্তিক চরিত্রের অধিকারী।

বক্তারা বলেন, অধ্যাপক আয়েশা সুলতানা ছিলেন একজন সাদাসিদে ও নির্ভেজাল চরিত্রের মানুষ। যিনি ছিলেন একজন আদর্শ শিক্ষকের প্রতিচ্ছবি। তাঁর আচার-আচরণ, চলন-বলন, পোশাক-পরিচ্ছেদ সবকিছুই ছিল ছাত্র-ছাত্রীদের জন্য অনুকরণীয় ও অনস্বরণীয় দৃষ্টান্ত।

সভাশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনটির দপ্তর সম্পাদকি এফ এম জামাল হোসেন।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে