ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

২০২৪ অক্টোবর ২৬ ১১:৪০:২২
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত

নিজস্ব প্রতিবেদক : ভারত ও বাংলাদেশের বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত বৈঠক স্থগিত করা হয়েছে। আগামী মাসে দিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ভারতের সংবাদমাধ্যম পিটিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বাংলাদেশের পরিকল্পনায় পরিবর্তনের কারণে বৈঠক স্থগিত করা হয়েছে।

বিজিবি ও বিএসএফ প্রধানদের নেতৃত্বে এবার ১৮ থেকে ২২ নভেম্বর মধ্যে নয়াদিল্লিতে এ বৈঠক হওয়ার কথা ছিল। দেশ দুইটির মধ্যে বছরে দুইবার এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো এ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।

সূত্রগুলো জানিয়েছে, স্থগিতের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে অবহিত করা হয়েছে। তবে বৈঠকের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের কাজ চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে