নিষিদ্ধ ছাত্রলীগের দাপুটে সেই নেত্রীরা কে কোথায়?

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সময়ের দুর্দান্ত ক্ষমতাধর নেত্রী ছিলেন তারা। শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, সচিবালয়ে তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইলসহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না তারা।
এমনকি জুলাই-আগস্টে মাসে ছাত্র-জনতার বিপ্লবের সময় বৈষ্যম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হুমকি দিয়েও আলোচনা আসেন তারা। তবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দাপুটে, মারমুখী জুলুমবাজ নেত্রীদের।
আতিকা বিনতে হোসাইন
ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি আতিকা বিনতে হোসাইনের নিপীড়নে অতিষ্ঠ ছিলেন হলের সাধারণ ছাত্রীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম।
বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের খুবই ঘনিষ্ঠ। এর সুবাদে ক্যাম্পাসে তার ছিল ব্যাপক দাপট। কমিটি বাণিজ্য, সচিবালয়ে তদবিরসহ নানা অভিযোগ আছে এই নেত্রীর বিরুদ্ধে। সাদ্দাম-ইনান যে কয়টি কমিটি ঘোষণা করেছেন, সেখানে লেনদেন বাণিজ্যের অভিযোগ রয়েছে আতিকার বিরুদ্ধে।
আতিকার ঔদ্ধত্য ছিল ১৫ জুলাই রাতেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘৭ মিনিটে ঢাকা ক্লিয়ার’-এর হুমকি দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরির অপচেষ্টা করেন তিনি। এরপর আর শেষ রক্ষা হয়নি। ১৭ জুলাই রাতে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি ও হালকা উত্তম-মধ্যম দিয়ে আতিকাসহ ছাত্রলীগের সাত নেত্রীকে রোকেয়া হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। এরপরই আত্মগোপনে চলে যান তিনি। তাকে আর দেখা যায়নি জনসম্মুখে। তিনি কোথায় আছেন, এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে মনে করা হচ্ছে তিনি দেশেই কোথায়ও লুকিয়ে আছেন।
তামান্না জেসমিন রিভা
ইডেন মহিলা কলেজের ছয়টি হলের ৩৮টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা। এসব কক্ষের প্রতিটিতে আটজন করে শিক্ষার্থী থাকতেন। অভিযোগ রয়েছে, তামান্না জেসমিন রিভা প্রতি মাসে প্রতিটি সিট থেকে দুই হাজার টাকা করে ভাড়া নিতেন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। সে হিসাবে প্রতি মাসেই তার ছয় লাখ টাকা সিট-বাণিজ্য থেকে অবৈধ আয় হতো।
গত ১৬ জুলাই মঙ্গলবার রাত ৩টার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা। এরপর ৫ আগস্টের পর তিনি উধাও হয়ে যান। বর্তমানে রিভা ভারতে আশ্রয় নিয়েছেন।
আকলিমা আক্তার প্রভাতী
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স (হোম ইকোনমিকস) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী। গত সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন তিনি। আর রাজনীতি নয়, সংসারে মনোযোগী হতে চান বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
তবে ‘বিপদে আছি’ উল্লেখ করে কলেজের গ্রিল চুরির তদন্ত নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। গ্রিল চুরির ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শারমিন সুলতানা সনিও জড়িত ছিলেন, কলেজে তদন্তও চলছে তাদের বিরুদ্ধে। সনি-প্রভাতী ক্যাম্পাসে এতোটাই দাপুটে ছিলেন যে, চাঁদা না পেয়ে ক্যাম্পাসে এক সময় শেখ হাসিনা হলের উন্নয়ন কাজও বন্ধ করে দিয়েছিলেন তারা। পরে তাদের দুজনের সঙ্গে আপস করে কাজ শুরু করেন ঠিকাদাররা। এছাড়া, হলে সিট বাণিজ্য, কেন্টিন থেকে নিয়মিত মাসোহারা এবং হলে ব্রডব্র্যান্ড লাইন সরবরাহে আইএসপি কোম্পানিও তাদের মাসিক চাঁদা দিত বলে অভিযোগ রয়েছে।
জেসমিন শান্তা
ছাত্রলীগের কর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি জেসমিন শান্তা। মারধরে আহত রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী এ ঘটনায় মামলা করেন। মামলাটির তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শান্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
এর আগে ২০২১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে শান্তার মারধরের শিকার হন তৎকালীন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আসাদুজ্জামান সোহেল।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাসমান দোকান বসিয়ে মাসোহারা তুলতেন তিনি। ২০২১ সালে ১২ অক্টোবর প্রক্টরিয়াল টিম এসব ভাসমান দোকান তুলতে গেলে বাধা দেন তিনি। তখন পিছু হটে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শান্তার ভেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, তিনি এখন যুক্তরাজ্য থেকে নিজের ছবি পোস্ট করছেন, অন্তর্বর্তী সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দিয়ে সরব রয়েছেন।
বেনজির হোসেন নিশি
ছাত্রলীগের ক্ষমতাধর নেত্রী হিসেবে পরিচিত ছিলেন বেনজির হোসেন নিশি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিশির ক্ষমতা ছিল অসীম।
অভিযোগ রয়েছে, লেখক ভট্টাচার্য্যের কমিটি বাণিজ্যসহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের চার ক্যাশিয়ারের একজন ছিলেন তিনি। সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখরের জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সংগঠনের তৃণমূলেও তিনি প্রভাব বিস্তার করতেন।
নিজ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি ও তার সহযোগীরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. এহসানুল হক ইয়াসিরকে কেন্দ্রীয় শহিদ মিনারে পিটিয়ে আহত করেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়।
এখানেই শেষ নয়। নিশির হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন রোকেয়া হলের নেত্রী ফাল্গুনী দাস তন্বী। তন্বীর মামলায় এখনো গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে নিশির বিরুদ্ধে। আত্মগোপনে থাকা নিশি তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে সক্রিয়, অজ্ঞাত স্থান থেকে দিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারবিরোধী নানা পোস্ট।
সম্প্রতি আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে ব্যঙ্গ করে এক পোস্টে তিনি লিখেন ‘হায় আল্লাহ, আমি যদি কোনোদিন প্রেমিক হওয়ার সুযোগ পেতাম, আমি জানি না কখনও হতে পারব কিনা! যদি হতাম, জীবন দিয়ে প্রেম করতাম, খালি মেয়েদের হৃদয় জয় করার জন্য।—জনৈক ছাত্রীবান্ধব শিক্ষক, ট্রিপল বিয়ে।’
রুনা আক্তার সুপ্তি
ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি রুনা আক্তার সুপ্তি একই কলেজের সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাসসুম স্বর্ণাকে নিয়ে এক ‘ব্ল্যাকমেইলিং’ সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। অভিযোগ রয়েছে, তারা ব্যাংকার, আওয়ামী লীগের মাঝারি শ্রেণির নেতা, প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সখ্য করে পরে তাদের ব্ল্যাকমেইল করতেন।
মাস ছয়েক আগে একটি ব্যাংকের চেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে ৪০ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ আছে সুপ্তি-স্বর্ণার বিরুদ্ধে। এ ব্যাপারে ফোনে গণমাধ্যমের কাছে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। তবে তিনি তার সহযোগী স্বর্ণাকে অভিযুক্ত করে বলেছেন, আমি শুনেছি স্বর্ণা এটা করেছে, টাকাও নিয়েছে।
সুপ্তি এখন ঘোরাঘুরিতে সময় কাটাচ্ছেন, ছবি পোস্ট করছেন ফেসবুকে। তিনি গণমাধ্যমকে জানান, নওগাঁয় নিজের বাড়িতেই আছেন তিনি।
আর্নিকা তাবাসসুম স্বর্ণা
সুপ্তির মতো একই অভিযোগ ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আর্নিকা তাবাসসুম স্বর্ণার বিরুদ্ধে। তার মুঠোফোন নম্বরটি বন্ধ থাকলেও সক্রিয় আছেন ফেসবুকে। সেখানে অন্তর্বর্তী সরকারবিরোধী নানা পোস্ট দিচ্ছেন স্বর্ণা। সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন ‘পাকিস্তানের ইয়াহিয়া খান বলেছিলেন-দেশ দিয়ে গেছি কিন্তু এই দেশে যেই বীজ ছেড়ে দিয়ে গেছি, তারা ৫০ বছর পরে হলেও পাকিস্তানের হয়ে আওয়াজ দেবে! রক্ত কথা বলে, রক্ত কথা বলছে!’
ফরিদা পারভীন
ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েত মৈত্রী হল’ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদা পারভীন। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির পদ পান। সর্বশেষ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হতে দৌড়ঝাঁপ করছিলেন তিনি। তবে সেই আশা পূরণ হয়নি।
শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কিছুদিন আগে আওয়ামী লীগের শীর্ষ এক নেতার সুপারিশে ঢাকা সিটি কলেজে প্রভাষক হয়েছিলেন তিনি। তবে ৫ আগস্টের পর তিনি সেই চাকরি হারান, চলে যান আত্মগোপনে।
কুয়েত মৈত্রী হলের সাবেক এই দাপুটে নেত্রীর বিরুদ্ধে অভিযোগের যেন শেষ নেই। হলের ক্যান্টিন থেকে ফাও খাওয়া, হলের পার্লার থেকে চাঁদাবাজি ও রূপচর্চা করে টাকা না দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, তাকে চাঁদা না দিয়ে হলের কোনো উন্নয়নকাজ হতো না, আইএসপি পারত না হলে ইন্টারনেট সেবা দিতে।
সেলিনা আক্তার শেলী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় উপপরিবেশবিষয়ক সম্পাদক সেলিনা আক্তার শেলী ছিলেন কলেজের অঘোষিত শাসক। তার কথায় যেন চলত ক্যাম্পাসের সব কিছু। কেউ কথা না শুনলেই নেমে আসত নির্যাতন।
সাধারণ শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে যেতে বাধ্য করা, কেউ যেতে না চাইলে নির্যাতন করা ছিল তার নিয়মিত কাজ। ক্যান্টিনে খাবারের প্যাকেজের নির্ধারিত মূল্য ৮০০ টাকা থাকলেও শেলীর কথায় নেওয়া হতো এক হাজার টাকা। সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ২০০ টাকা আত্মসাৎ করতেন তিনি। হলের সিট বাণিজ্যেও নেতৃত্ব দিতেন শেলী। নতুন শিক্ষার্থীদের হলে উঠাতে সিটপ্রতি নিতেন ৭ থেকে ১৩ হাজার টাকা। বর্তমানে তিনি কোথায় আছেন, তা কেউ জানে না।
মাহমুদ/
পাঠকের মতামত:
- সরকারি কর্ম কমিশনে নতুন তিন সদস্য নিয়োগ
- আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে প্রতিক্রিয়া জানাল ভারত
- ঝুঁকির দুই শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ
- শেয়ারবাজারে তিন প্রতিষ্ঠানের রেকর্ড লেনদেন
- নসরুল হামিদের বাগানবাড়ি গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ
- বিয়ের পর অভিনেত্রী বললেন ‘বিয়েতে রাজি ছিলাম না’
- রবি এলিট সদস্যদের জন্য স্যাভয় আইসক্রিমে বিশেষ ছাড়
- আ.লীগের সব অফিস বন্ধ করতে ভারতকে বাংলাদেশের আহ্বান
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ১৭.৯ শতাংশ
- এশিয়ার শেয়ারবাজারেও দরপতন
- বিএফআইইউ প্রধানের বিরুদ্ধে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ নিচ্ছে সরকার
- শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আনার বড় সুযোগ রয়েছে: গভর্ণর
- পুনঃতফসিল ঋণ সাড়ে তিন লাখ কোটি টাকায় পৌঁছালো
- বাজার পতনের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার
- ৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র
- এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই
- বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
- বঙ্গবন্ধু পোস্ট বিতর্কে সরাসরি বার্তা শাকিব খানের
- ডাকসু নির্বাচন নিয়ে পিনাকী ভট্টাচার্যের ভবিষ্যদ্বাণী
- গভর্নরের নির্দেশ অমান্য, মুখ খুললো বাংলাদেশ ব্যাংক
- পতনের বাজারেও বিনিয়োগকারীদের ভরসা ৭ শেয়ারে
- তন্বীকে সমর্থন দিয়ে আলোচনায় ছাত্রদল
- ছুটি ঘোষণা উপেক্ষা করে চ্যালেঞ্জে বিএফআইইউ প্রধান
- ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে কপাল পুড়ল যাদের
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ফের অস্থিরতার ঘূর্ণিপাকে দেশের শেয়ারবাজার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দেশের প্রথম সাসটেইনেবিলিটি বন্ড এখন শেয়ারবাজারে
- ইপিএস প্রকাশ করবে ইসলামী ব্যাংক
- আইপিও তহবিলের ব্যবহার কাঠামো পরিবর্তন করল গ্লোবাল ব্যাংক
- ৪০০ কোটি টাকা দামে হেলিকপ্টার কিনে বিপাকে বাংলাদেশ
- আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না
- 'পাগল বানিয়ে ছাড়ার' হুমকি দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন
- ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা ছাত্রদলের
- ভারতে বাসভবনে ঢুকে মন্ত্রীকে চড়!
- মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের ঘোষণা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- পিনাকী ভট্টাচার্যের বক্তব্যে মাসুদ কামালের তীব্র প্রতিক্রিয়া
- মোদীর পর ভারতের সবচেয়ে প্রভাবশালী ১০ নেতা
- সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন
- মির্জা ফখরুলের শারীরিক অবস্থা নিয়ে নতুন তথ্য
- জুমার নামাজে না গেলে ২ বছরের কারাদণ্ড
- কলকাতায় ‘রুটিনে’ চলছে আওয়ামী লীগের মিশন!
- বাংলাদেশের বর্তমান সেরা ৮ সৎ ও সাহসী নেতা
- ২০ আগস্ট বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট
- ‘আমি বিয়ে করলেও কোনো দিন সুখী হতাম না’
- ফজর নামাজের সময় মসজিদে তাণ্ডব, নিহত ২৭
- আপনার ট্যাক্স ফাইল কি অডিটে? দেখুন এনবিআরের নতুন তালিকা
- এএফপি’র অনুসন্ধান: ৫ আগস্ট কোথায় ছিলেন পিটার হাস?
- ৬ ব্যাংকের ফরেনসিক নিরীক্ষার প্রস্তাব বাতিল করল সরকার
- হাসনাত আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র
- সাবেক সেনাপ্রধানকে নিয়ে ইকবালের ভয়ঙ্কর সতর্কবার্তা ফাঁস
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ কোম্পানির শেয়ার
- কেন্দ্রীয় ব্যাংকের লাল তালিকায় ২০ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
- বছরের সর্বনিম্ন দামে ৮ কোম্পানির শেয়ার
- দুই শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- বাতিল হচ্ছে নাগরিকত্ব, ভারতীয় মুসলিমরা অস্তিত্ব সংকটে
- আমরা চুনোপুঁটি ধরি, বড় একটা রুই ধরেছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
- তিন কোম্পানির ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা
- ভূমি সেবায় চমকপ্রদ পরিবর্তন আসছে
- মার্জিন ঋণের নতুন শর্ত, সীমিত আয়ের ব্যক্তিরা বাদ
- ১০০ কোটি রুপির গাড়ী নিয়ে ফের আলোচনায় নীতা আম্বানি