ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

সরকারি খরচে হজে না পাঠানোর সিদ্ধান্ত

২০২৪ অক্টোবর ২৪ ২১:৩৩:৫৩
সরকারি খরচে হজে না পাঠানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর থেকে সরকারি অর্থে কাউকে হজে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, হজ ব্যবস্থাপনার জন্য যাদের যেতে হয়, কেবল তারাই যাবে। সরকারি অর্থে আর কারও হজে যাওয়া হবে না। হজের ব্যয় কমাতে এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে অবহিত করতে আয়োজিত সংবাদ সম্মেলনের সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “হজের প্যাকেজ এই মাসের শেষেই ঘোষিত হবে। তখন আপনারা দেখতে পারবেন আমরা কতটা কমিয়েছি। আমাদের ব্যবস্থাপনা সৌদির ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে করতে হয়। সেহেতু ৩০ তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।”

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে