ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

‘কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব’

২০২৪ অক্টোবর ২৪ ১৮:৪৬:৪৫
‘কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব’

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কালকে যদি বিএনপি নিষিদ্ধ করে তাহলে করণীয় কী হবে—এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এমন প্রশ্ন তোলেন।

গয়েশ্বর দাবি করেন, ‘অনেক অপরাধী-দুর্নীতিবাজকে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘ছাত্রলীগ ব্যানড করেছে। একদম শেষ। আমরা আপত্তি করছি না, নাকি খুশি হচ্ছি? কালকে যদি বিএনপি ব্যানড করে তাহলে আমরা কী করব?’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘জামায়াতে ইসলামের তো অনেক লোকের ফাঁসি হইছে। অনেক অত্যাচার করছে। জামায়াতে ইসলামও কিন্তু কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে নাই।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির অন্যতম এ নীতি নির্ধারক বলেন, ‘সংস্কার করতে কতটুকু সময় দরকার হয় তা আমরা বুঝি। সে সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়টুকু অতিক্রান্ত হলে বিএনপি অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না।’

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে