ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ছাত্রলীগ

২০২৪ অক্টোবর ২৪ ০০:২৮:৩৯
নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন।

সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমরা মনে করি- এই সরকারেরই আইনগত, গণতান্ত্রিক ও নৈতিক বৈধতা নেই। যাদের নিজেদেরই বৈধতা নেই, তাদের এই হাস্যকর কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ চিন্তিত নয়।’

সাদ্দাম হোসেন বলেন, ‘এই সরকারের হাতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং পুলিশের রক্তের দাগ লেগে রয়েছে। নিজেদের গণহত্যার দায় আমাদের ওপরে চাপানোর জন্যেই এই সিদ্ধান্ত তারা নিয়েছে।’

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে