ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

লাফার্জহোলসিমের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন

২০২৪ অক্টোবর ০৯ ০৭:০০:৫৮
লাফার্জহোলসিমের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, আজ বুধবার থেকে কোম্পানিটির নতুন নাম হবে ‘লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’ এবং ট্রেডিং কোড হবে ‘এলএইচবি’।

২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিমের অনুমোদিত মূলধন এক হাজার ৪০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন এক হাজার ১৬১ কোটি ৩৭ লাখ টাকা। বিপরীতে কোম্পানির রিজার্ভ রয়েছে পরিমাণ ১ হাজার ৬১ কোটি ৩১ লাখ টাকা।

কোম্পানিটির মোট ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৬৪.১৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.২৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ০.৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১৩.৮৮ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৪) পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ১১ পয়সা।

২০২৪ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬০ পয়সায়। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৩৪ পয়সা।

সর্বশেষ ২০২৩ সালের জন্য কোম্পানিটি ৫০ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১২ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ১৪ পয়সা। আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা। এর আগে ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৪৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে