ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

দুঃসংবাদ পেলো মালয়েশিয়ায় অভিবাসী, দুশ্চিন্তায় পরিবার

২০২৫ জানুয়ারি ০৪ ১২:০১:৪৮
দুঃসংবাদ পেলো মালয়েশিয়ায় অভিবাসী, দুশ্চিন্তায় পরিবার

মালয়েশিয়ায় সম্প্রতি এক বড় ধরনের অভিযানে বাংলাদেশিসহ ১৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার রাতের এই অভিযানে সেলাঙ্গর রাজ্যের আমপাংয়ের একটি শপিং সেন্টার থেকে ৯২ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একই দিন জোহর রাজ্য থেকে আরও ৪৬ জন অভিবাসী আটক হন।

আটককৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সেলাঙ্গরের জেআইএম পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটকদের মধ্যে ৩১ জন ইন্দোনেশিয়ার, ১৬ জন বাংলাদেশের, ১০ জন আফগানিস্তানের, ৮ জন পাকিস্তানের, ৪ জন নেপালের, ৪ জন থাইল্যান্ডের, ৩ জন মায়ানমারের, ৩ জন অস্ট্রেলিয়ার, ৩ জন ভারতের, ২ জন ফিলিপাইনের এবং ৮ জন ইউরোপীয় ও আফ্রিকান দেশগুলোর নাগরিক রয়েছে।

জোহর রাজ্যের অভিবাসন বিভাগও একাধিক অভিযান চালিয়ে ৪৬ জন অবৈধ অভিবাসীকে আটক করে। আটককৃতদের মধ্যে ভারতের ৪ জন, মায়ানমারের ১৫ জন, থাইল্যান্ডের ৭ জন, বাংলাদেশের ৫ জন, ইন্দোনেশিয়ার ৭ জন, পাকিস্তানের ২ জন এবং নেপালের ৪ জন নাগরিক রয়েছেন।

এছাড়া ১ জানুয়ারি মালয়েশিয়ার ৩ রাজ্যে অভিযানে ২৮৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যা উল্লেখযোগ্য ছিল। মোট আটকের সংখ্যা এখন দাঁড়িয়েছে ৪২২ জনে। এই অভিযান অব্যাহত থাকায় আতঙ্কে রয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলে থাকা অবৈধ অভিবাসীরা।

এ বছরের প্রথম দিন থেকেই এই অভিযান শুরু হয়েছে, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতে থাকা সাধারণ ক্ষমা এবং স্বেচ্ছায় ফিরে যাওয়ার কর্মসূচির পরপরই।

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে