ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

হাইকোর্টে শুরু হচ্ছে নতুন অধ্যায়

২০২৫ জানুয়ারি ০৩ ২৩:২৩:৩৪
হাইকোর্টে শুরু হচ্ছে নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক: সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে কোম্পানি সংক্রান্ত বিচারিক কার্যক্রম সম্পূর্ণ কাগজমুক্ত (পেপার ফ্রি) পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি ৫ জানুয়ারি রোববার থেকে কার্যকর হতে যাচ্ছে।

এ উদ্যোগের মাধ্যমে বিচারকাজের কাগজপত্র অনলাইনে জমা দেওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের আধুনিকায়ন এবং জনগণের সুবিধার্থে প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আশা প্রকাশ করেছেন। ২০২৫ সালের মধ্যে অন্যান্য বেঞ্চেও পেপার ফ্রি কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

এই নতুন উদ্যোগের ফলে বিচার বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি পাবে, যা জনগণের আস্থা ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য স্বাধীন কাউন্সিল গঠন এবং অধস্তন আদালতের বিচারকদের বদলি নীতিমালার প্রণয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

প্রধান বিচারপতি বলেন, ই-জুডিশিয়ারি বাস্তবায়নের লক্ষ্যে দেশের উচ্চ আদালত ও জেলা আদালতগুলোর বিচারপ্রক্রিয়া সম্পূর্ণরূপে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে