ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছেন এক ব্যবসায়ী

২০২৫ জানুয়ারি ০৪ ০৭:৩০:৫৯
টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দিয়েছেন এক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে বিনা মূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন আবদুল মোতালিফ নামে একজন আবাসন ব্যবসায়ী।

যুক্তরাজ্যে ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে এ সংক্রান্ত তথ্য উলেখ করা হয়েছে বলে সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে কর্মরত আছেন, যেখানে তার দায়িত্ব হল দেশের আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ করা।

প্রতিবেদনে বলা হয়, আবদুল মোতালিফ ২০০৪ সালে বিনা মূল্যে টিউলিপকে যে ফ্ল্যাটটি দিয়েছেন, তা লন্ডনের কিংস ক্রস এলাকার কাছাকাছি অবস্থিত। এর আগে তিনি ২০০১ সালে এই ফ্ল্যাটটি ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে (বর্তমানে আনুমানিক ২ কোটি ৯৩ লাখ ৯৭ হাজার টাকা) কিনেছিলেন।

প্রতিবেদনে ফ্ল্যাটটির বর্তমান মূল্য উল্লেখ করা হয়নি।, তবে একই ভবনের অন্য একটি ফ্ল্যাট গত আগস্টে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৭৯ লাখ ৯১ হাজার টাকা) বিক্রি হয়েছে।

জানা গেছে, টিউলিপ সিদ্দিক শুরুর দিকে ওই ফ্ল্যাটে বসবাস করতেন এবং মামা-খালাদের সেখানে থাকার তথ্যও পাওয়া গেছে। টিউলিপের সংসদ সদস্য হিসেবে দাখিল করা আর্থিক বিবরণীতে দুটি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার উল্লেখ রয়েছে।

বিষয়টি নিয়ে আবদুল মোতালিফের ঘনিষ্ঠ একজন ব্যক্তি ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফের দুর্দিনে তাকে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা-বাবা। তাই কৃতজ্ঞতাস্বরূপ নিজের মালিকানায় থাকা ‘একটি সম্পদ’ টিউলিপকে দিয়েছিলেন।

বর্তমানে ৭০ বছর বয়সী আবদুল মোতালিফ দক্ষিণ-পূর্ব লন্ডনে বসবাস করেন। আবদুল মোতালিফ ফিন্যান্সিয়াল টাইমস-এর কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন। তবে পরে সেটি নিয়ে কী করেছেন, তা নিয়ে কিছু বলতে চাননি।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে