ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা জানালো ভারত

২০২৫ জানুয়ারি ০৩ ২১:১৪:৫৬
শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা জানালো ভারত

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার দুর্বার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতি ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার জন্য দেশে ফিরিয়ে আনতে।

তবে ভারত এখনও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কোনো মন্তব্য করতে প্রস্তুত নয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের অবস্থান পূর্বের মতোই রয়েছে।

আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বার্তার কথা জানিয়েছিলাম। তবে সেই প্রাপ্তিস্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।”

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দাবি করেছে কিন্তু সেই দাবি বিধিসম্মতভাবে করা হয়নি। চুক্তি অনুযায়ী এই দাবি গ্রহণযোগ্য না হওয়ার আরও অনেক কারণ রয়েছে।

এদিকে, গত ২৩ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে এবং সেই চুক্তির ভিত্তিতে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা তাদের (ভারতকে) জানিয়েছি, আমাদের বিচার ব্যবস্থার জন্য তাকে ফেরত চাই।”

অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব বলে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার ভারতকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, যা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমরা বাংলাদেশ হাইকমিশন থেকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র পেয়েছি, তবে এ মুহূর্তে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।”

আরিফ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে