ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ওরিয়ন গ্রুপের দুই শেয়ারের বিনিয়োগকারীরা হতাশ

২০২৫ জানুয়ারি ০৪ ১৫:২৭:০৩
ওরিয়ন গ্রুপের দুই শেয়ারের বিনিয়োগকারীরা হতাশ

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতে হতাশ ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীরা। শেয়ারগুলো হলো-ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মা। ডিএসই ও স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ার দুটির মধ্যে বছরের প্রথম সপ্তাহে ওরিয়ন ইনফিউশন ও বিকন ফার্মা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাম পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। এরমধ্যে সাপ্তাহিক পতন তালিকায় ওরিয়ন ইনফিউশন তৃতীয় স্থানে এবং বিকন ফার্মা পঞ্চম স্থানে রয়েছে।

সপ্তাহের ব্যবধানে ওরিয়ন ইনফিউশনের দাম কমেছে ৩৭ টাকা ৬০ পয়সা বা ৮.৬৫ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্ভোধনী দাম ছিল ৪২৪ টাকা ৮০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দাম হয়েছে ৩৮৭ টাকা ২০ পয়সা।

অন্যদিকে, সপ্তাহের ব্যবধানে বিকন ফার্মার দাম কমেছে ১১ টাকা ৩০ পয়সা বা ৮.০১ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির উদ্ভোধনী দাম ছিল ১৪১ টাকা ১০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দাম হয়েছে ১২৯ টাকা ৮০ পয়সা।

কোম্পানি দুটির মধ্যে সর্বশেষ ৩০ জুন, ২০২৪ অর্থবছরে ওরিয়ন ইনফিউশন বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ১২ শতাংশ ক্যাশ এবং বিকন ফার্মা ২০ শতাংশ ক্যাশ।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) ওরিয়ন ইনফিউশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। যা আগের বছর ছিল ৬৬ পয়সা।

অন্যদিকে, অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) বিকন ফার্মার ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। যা আগের বছর ছিল ১ টাবা ৬০ পয়সা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে