ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা শোনালেন দুটি সম্ভাব্য তারিখ

২০২৫ জানুয়ারি ০৪ ১৯:৩৭:৩৭
বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা শোনালেন দুটি সম্ভাব্য তারিখ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৪ জানুয়ারি, শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রূপা হক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে দুটি সময়সূচি তুলে ধরেছেন।

ড. ইউনূস জানান, পরবর্তী সাধারণ নির্বাচনটি হতে পারে ডিসেম্বর ২০২৫ বা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে, তবে এই তারিখ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে জনগণের দৃষ্টিভঙ্গি ও সংস্কারের প্রতি তাদের চাহিদা। তিনি উল্লেখ করেন, গত তিনটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবং সে কারণে সংসদ, এমপি ও স্পিকার হিসেবে কার্যকর প্রতিনিধির অভাব ছিল।

ড. ইউনূস বলেন, "গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, যেটি পূর্বে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল।"

এ সময় রূপা হক বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চান। তিনি জানান, "বাংলাদেশ দেখে আমি সত্যিই উৎসাহিত।" আগামী সাধারণ নির্বাচন দেখার জন্য তিনি বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।

এছাড়াও, রূপা হক বাংলাদেশের অস্থায়ী নির্বাচনী তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সম্পর্কে আরও খোঁজখবর নেন। ড. ইউনূস তখন তাকে জুলাই মাসের গণ-অভ্যুত্থান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি পরবর্তী জনগণের দমন-পীড়নের কারণে নির্বাচনকে প্রভাবিত হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন।

এ সময় ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানও উপস্থিত ছিলেন।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে