ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বছরের শুরুতে ঝলক দেখাল ‘জেড’ ক্যাটাগরির তিন শেয়ার

২০২৫ জানুয়ারি ০৪ ১২:৪৩:১৬
বছরের শুরুতে ঝলক দেখাল ‘জেড’ ক্যাটাগরির তিন শেয়ার

নিজস্ব প্রতিবেদক: নতুন বছরের প্রথম সপ্তাহে শেয়ারবাজারে ঝলক দেখাল ‘জেড’ ক্যাটাগরির তিন শেয়ার। কোম্পানিগুলো হলো-ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও ইয়াকিন পলিমার।

আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় কোম্পানি তিনটির শেয়ার দাপট দেখিয়ে শীর্ষ স্থান দখলে নিয়েছে। এরমধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড প্রথম স্থানে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং দ্বিতীয় স্থানে এবং ইয়াকিন পলিমার তৃতীয় স্থানে উঠে এসেছে।

আলোচ্য সপ্তাহে ব্যাংক হলিডে’র কারণে শেয়ারবাজারে চারদিন লেনদেন হয়েছে। এর মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দাম চারদিনই বেড়েছে, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের দাম তিনদিন বেড়েছে এবং ইয়াকিন পলিমারের দামও তিনদিন বেড়েছে।

কোম্পানি তিনটির মধ্যে সপ্তাহের ব্যবধানে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দাম বেড়েছে ৪৩.৭৫ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২৯.১১ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ১৯.০৫ শতাংশ।

কোম্পানি তিনটির মধ্যে সপ্তাহজুড়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২০ লাখ ৩৮৭টি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ৪৩ লাখ ৯৪ হাজার ৮৪৩টি এবং ইয়াকিন পলিমারের ১৪ লাখ ৭২ হাজার ৮৫৪টি।

আলোচ্য তিন কোম্পানির শেয়ার গত ৯ মাসের মধ্যে বড় লেনদেন দেখা যায়নি। বিদায়ী সপ্তাহে কোম্পানি তিনটির শেয়ার লেনদেন হয়েছে গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ।

কোম্পানি তিনটির মধ্যে গত এক বছরের মধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার লেনদেন হয়েছে সর্বোচ্চ ১৭ টাকা ৪০ পয়সা ও সর্বনিম্ন ৫ টাকা ৬০ পয়সা, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের সর্বোচ্চ ৫৯ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ৭ টাকা এবং ইয়াকিন পলিমারের সর্বোচ্চ ৩১ টাকা ৯০ পয়সা ও সর্বনিম্ন ৭ টাকা ৫০ পয়সা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে