ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

সৌদি প্রবাসী ও স্থানীয়দের জন্য বড় আশঙ্কা: ভাঙতে পারে অতীতের সব রেকর্ড

২০২৫ জানুয়ারি ০৪ ০২:২৩:৩৭
সৌদি প্রবাসী ও স্থানীয়দের জন্য বড় আশঙ্কা: ভাঙতে পারে অতীতের সব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: মরু অঞ্চল হিসেবে পরিচিত সৌদি আরবে এবার শীতকাল অভূতপূর্ব তীব্রতা নিয়ে হাজির হয়েছে। ১৯৯২ সালের জানুয়ারিতে হাইল শহরে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তবে চলতি বছরের শীত মৌসুমে আবহাওয়ার অবস্থা সেই রেকর্ডকেও ভাঙার সম্ভাবনা তৈরি করেছে।

ডিসেম্বরের ২০ তারিখ থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ঠান্ডা নিয়ে এসেছে। শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম) জানিয়েছে, উত্তরাঞ্চলীয় তাবুক ও আল জৌফসহ বেশ কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। রাজধানী রিয়াদ, মক্কা, মদিনাসহ দেশের অধিকাংশ অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

এনসিএম আরও জানিয়েছে, আসির, জাজান, আল বাহা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে তুষারপাত ও ঘন কুয়াশার পাশাপাশি মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়ার এমন পরিস্থিতি অন্তত আরও এক সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিএমের জ্যেষ্ঠ কর্মকর্তা আকিল আল আকিল বলেন, "এই শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হলে ২০২৫ সালের মধ্যেই নতুন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়া সম্ভব। বিশেষ করে হাল এবং আল কুরায়াত অঞ্চলে ঠান্ডা আরো তীব্র আকার ধারণ করবে বলে আমাদের ধারণা।"

সৌদির এই প্রতিকূল আবহাওয়া প্রবাসী ও স্থানীয় বাসিন্দাদের জন্য এক বড় শঙ্কা হিসেবে দেখা দিয়েছে। শৈত্যপ্রবাহ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আবহাওয়ার নিয়মিত আপডেটের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

কেএইস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে