ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

হাসিনার চুক্তিতে ভারত যাচ্ছেন ৫০ বিচারক

২০২৫ জানুয়ারি ০৪ ১৩:৩৩:৩৩
হাসিনার চুক্তিতে ভারত যাচ্ছেন ৫০ বিচারক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অধস্তন আদালতের আরও ৫০ জন বিচারককে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভুপাল এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে অংশ নেবেন বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মকর্তারা।

এই প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের মনোনীত করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী এই অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া, প্রশিক্ষণের যাবতীয় খরচ ভারত সরকার বহন করবে, ফলে বাংলাদেশের সরকারের কোনো আর্থিক দায়বদ্ধতা থাকবে না।

এটি ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি ও বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় অনুষ্ঠিত হচ্ছে। ২০১৭ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এই সমঝোতা চুক্তিতে সই হয়েছিল। এর পর থেকে পর্যায়ক্রমে বাংলাদেশের বিচারকরা ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

এই প্রশিক্ষণ কার্যক্রমের লক্ষ্য হল বাংলাদেশের বিচারকদের দক্ষতা বৃদ্ধি করা এবং বিচার বিভাগের সেবার মান উন্নত করা।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে