ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ঘুম থেকে উঠেই অঝোরে কাঁদলেন পূজা চেরি

২০২৪ মে ১২ ১৭:২১:০৯
ঘুম থেকে উঠেই অঝোরে কাঁদলেন পূজা চেরি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার অভিনেত্রী পূজা চেরির মা ঝর্ণা রায় চলতি বছরের ২৪ মার্চ সকালে মিরপুরের নিজ বাসায় মারা যান। মাকে হারানোর বেদনা এখনও সামলাতে পারেননি অভিনেত্রী। আজ মা দিবসে জীবনের প্রথম মা কে ছাড়া দিবসটি পালন করতে হচ্ছে। তাই মায়ের মুখটাই বেশি মনে পরছে পূজার।

মনের দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে পূজা লিখেছেন, ‘মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো। সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পরতে দিলে! সারাজীবনই তো এই জল পরবে মা। কি করে থামাবো? উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি। আর মনে রেখো, তোমার হাতে লাঠিটা অনেক মিস করি। অনেক অনেক অনেক। ভালো থাকুক পৃথিবীর সকল মা।’

অন্য একটি পোস্টে পূজা লিখেছেন, ‘আমি তো এতো ভেঙ্গে পরার মতো মেয়ে না। তবে আজকে কেনো এতো ভেঙ্গে পরছি!

‘বিশ্ব মা দিবস’ উপলক্ষে দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মাকে নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মায়ের ডানায় নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম আমি। আমাদের বয়সের পার্থক্য অনেক। তবুও ছিলাম বন্ধু আমরা। আমি যেমন মাকে বিশ্বাস করতাম, মাও বিশ্বাস করতেন আমাকে। সারাক্ষণ আমার আশপাশেই থাকতেন। প্রায়ই বলতেন, ‘পূজা আমার হাতের লাঠি, আমার শক্তি।’

তিনি বলেন, ‘আমার মন এখনও পুরোপুরি বিশ্বাস করতে চায় না যে, আমার মা আর নেই। মনে হয় আমার সঙ্গেই আছেন মা। বাসায় মায়ের ঘরটা এখন খালি। কিন্তু আমি সবসময় ভাবি, মা ঘরেই আছেন। আসলে ভুলে যাই মা আর নেই। আগে যেমন বাসা থেকে কাজে বের হলে, রুমের সামনে দাঁড়িয়ে বলতাম, মা আমি বের হলাম। এখনও ভুল করে সেটা বলে ফেলি।’

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে