ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

অভিনয়ে ফিরবেন কিনা জানালেন মোনালিসা

২০২৪ মে ১০ ২২:৩৮:৪৭
অভিনয়ে ফিরবেন কিনা জানালেন মোনালিসা

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা! একটা সময় অভিনয় জগতে ব্যস্ত মুখ হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি। তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে রয়েছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী। সবশেষ তিনি করোনার আগে দেশে ফিরেছিলেন।

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে বৃহস্পতিবার (০৯ মে) নিউইর্য়ক থেকে দেশে ফিরেছেন আলোচিত এই অভিনেত্রী। এদিন বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক আয়োজনে যোগ দিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনয়ে ফেরার ইঙ্গিত দেন তিনি।

মোনালিসা জানান, আমি দেশকে মিস করি। আমি জানি আমার যারা ভক্ত আছেন তারাও মিস করেন। তারা সব সময় পর্দায় আমাকে দেখতে চান। এ কারণেই দেশে আসা।

তিনি বলেন, আমার ইচ্ছে আছে, ভালো স্ক্রিপ্ট, ডিরেক্টর পেলে অবশ্যই কিছু কাজ করব। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে।

তিনি আরো বলেন, একটা সময় আমি সবকিছু পেয়েছি। দর্শকদের কাছ থেকে সম্মান, ভালোবাসা সব কিছুই। যখন আমি চিন্তা করলাম আমার লিমিট আরও অনেক বেশি, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই, সেই সুযোগের জন্যই আমি দেশের বাইরে গিয়েছি এবং আছি। কাজ করছি, দেশের জন্যই কাজ করছি।

এক সময় এ দেশের মিডিয়ায় ব্যস্ততম মুখ ছিলেন মোনালিসা।

ছোটপর্দায় তার বিজ্ঞাপন এবং নাটকগুলো ছিল বেশ দর্শক নন্দিত। দেশের দর্শকরা তার নাচেও মুগ্ধ হয়েছেন।

শেয়ারনিউজ, ১০ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে