ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

আমিরাতে বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরির কর্মরত লোকদের ইফতার

২০২৪ এপ্রিল ০১ ১০:১৬:২৬
আমিরাতে বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরির কর্মরত লোকদের ইফতার

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন একটি পোশাক কারখানার মালিক শ্রমিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।

শুক্রবার (২৯ মার্চ) আরব আমিরাতের আজমানের নয়া সানাইয়ায় বাংলাদেশি মার্কেট (বাঙালি মার্কেট) সংলগ্ন বেবী গার্মেন্টস ফ্যাক্টরিতে এ ইফতার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, কোম্পানিতে কর্মরত সবাই একসঙ্গে ইফতার করবেন এমন প্রত্যাশা নিয়েই এই ইফতারের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শন করা। সাম্যের ধর্ম, ইসলাম একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা, ভ্রাতৃত্ব এবং সহানুভূতি শেখায়।

তিনি উল্লেখ করেন, প্রতি বছর মহিমান্বিত মাস রমজান, মহাগ্রন্থ আল-কুরআন অবতীর্ণের মাস আমাদের কাছে আসে এবং সেই বার্তা দেয়।

এদিকে প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে এমন চমৎকার আয়োজনে মুগ্ধ পোশাক কারখানায় কর্মরত লোকজনও। প্রতিষ্ঠানের লোকজনসহ প্রায় ৭০ জনের ইফতারের আয়োজন করা হয়।

এটি সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের জন্য উপবাসে নিয়োজিত মধ্যপন্থী ব্যক্তিদের প্রতি অপরিসীম শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে