ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

২০২৫ আগস্ট ১৮ ১৩:১৭:২২
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।তিনটি মামলার আসামি ও পলাতক ছিলেন অপু

জানা গেছে, ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে অন্তত তিনটি মামলা রয়েছে শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে। এসব মামলার মধ্যে একটি হয়েছে গত বছরের ৫ আগস্টের ঘটনার ভিত্তিতে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারের পর তাকে ঝিনাইদহে নিয়ে যাওয়া হচ্ছে এবং সোমবার (১৮ আগস্ট) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে