ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

২০২৫ আগস্ট ১৮ ১৯:৫৮:১১
চলতি সপ্তাহেই নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহের মধ্যেই রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (১৮ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপের খসড়া ইতোমধ্যে তৈরি করা হয়েছে। এখন তা কমিশনের অনুমোদনের পর প্রকাশ করা হবে। তিনি জানান, আন্তঃঅনুভাগীয় সমন্বয়সহ প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের কোনো কারণ নেই জানিয়ে সচিব বলেন, “এ মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে প্রস্তুতি গুছিয়ে নেওয়া। মাঠ প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যপরিধি চূড়ান্ত করতে সমন্বয় সভা চলছে।”

সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, গতকাল রোববার (২৪ আগস্ট) থেকে শুনানি শুরু হয়েছে। ৩০০ আসনের মধ্যে ৮৩ আসন নিয়ে দেড় সহস্রাধিক আপত্তি এসেছে। দ্রুতই তা নিষ্পত্তি করা হবে।

ভোটকেন্দ্র নিয়ে সচিব বলেন, “এবার পৌনে ১৩ কোটি ভোটার থাকবে। কেন্দ্র সংখ্যা বাড়ানো হবে না, তবে যৌক্তিক প্রয়োজনে সমন্বয় হতে পারে। এতে ভোটার উপস্থিতি বিবেচনায় যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ করার বিষয়ে সরকারের আগ্রহ থাকলেও ইসির আলোচনায় এখনো তা আসেনি বলে জানান তিনি।

নিবন্ধনপ্রত্যাশী দলগুলো প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, প্রাথমিকভাবে উত্তীর্ণ ২২ দলের কার্যালয় ও কমিটি যাচাইয়ের জন্য চিঠি পাঠানো হয়েছে। আর বাদ পড়া ১২১ দলকেও চিঠি দিয়ে জানানো হচ্ছে কেন তাদের আবেদন গৃহীত হয়নি, সেই কারণগুলো স্পষ্টভাবে উল্লেখ করে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে