ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

তিন মন্ত্রণালয়ে নতুন স‌চিব

২০২৫ আগস্ট ১৮ ২১:১৪:০৪
তিন মন্ত্রণালয়ে নতুন স‌চিব

নিজস্ব প্রতিবেদক: তিন মন্ত্রণালয়ে- পানিসম্পদ, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। তিনি এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ১৭ আগস্ট অবসরোত্তর ছুটিতে গেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। তার পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন ৪ আগস্ট অবসরে গিয়েছিলেন।

প্রথম নারী সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দায়িত্ব পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন। গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আপত্তির পর চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয় এবং তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে