ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

২০২৫ আগস্ট ১৮ ১৩:১৯:১৩
এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: জালিয়াতির মাধ্যমে সাড়ে ৮০০ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ২১ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রোববার (১৭ আগস্ট), দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার প্রধান আসামিরা:

মোজাম্মেল হোসাইন, মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক ও ঋণগ্রহীতা

নজরুল ইসলাম মজুমদার, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান

নাসরিন ইসলাম, নজরুলের স্ত্রী ও সাবেক পরিচালক

মো. নজরুল ইসলাম স্বপন, বর্তমান চেয়ারম্যান ও সাবেক পরিচালক

একাধিক সাবেক ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক, ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী ও শাখা ব্যবস্থাপক, মোট ২১ জন

অভিযোগের বিবরণ:এজাহারে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে মোজাম্মেল হোসাইন অসাধু উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন। এই প্রক্রিয়ায় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যোগসাজশে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও নিয়ম ভঙ্গ করে ঋণ অনুমোদন দেন।

পরবর্তীতে এই ঋণ খেলাপি হয়ে যায়, যার ফলে ব্যাংকটি বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং সরকারের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়।

আত্মসাতের পরিমাণ:মোট আত্মসাতের পরিমাণ: ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা

আইন অনুযায়ী অভিযোগ:আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে