ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

গোপন বার্তা প্রকাশ করে ধরা পড়লেন অমি দাশ

২০২৫ আগস্ট ১৮ ১৩:০৯:২১
গোপন বার্তা প্রকাশ করে ধরা পড়লেন অমি দাশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের গোপন বার্তা ফাঁসের ঘটনায় অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয় বলে নিশ্চিত করেছেন সিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

সূত্র জানায়, অমি দাশ পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং প্রেষণে সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন।

গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে একটি বার্তায় অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। ওই নির্দেশনার পেছনে ছিল বন্দর থানার এক পুলিশ কর্মকর্তার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনা।

ওই ওয়াকিটকি বার্তা ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এতে চাপে পড়ে যায় সিএমপির শীর্ষ কর্মকর্তারা।

গোপন বার্তা ফাঁস হওয়ার ঘটনায় তদন্তে নামে একাধিক ইউনিট। পরে প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত কনস্টেবল অমি দাশকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে