ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কারখানা বন্ধের আরও মেয়াদ বাড়ল সাফকো স্পিনিংয়ের

২০২৫ আগস্ট ১৮ ১৫:৩১:০৩
কারখানা বন্ধের আরও মেয়াদ বাড়ল সাফকো স্পিনিংয়ের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের কারখানার বন্ধের থাকার মেয়াদ তৃতীয়বারের মতো বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, সোমবার (১৮ আগস্ট) এই ঘোষণা আসে।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি ডিএসইর তদন্ত দল কোম্পানির কারখানায় পরিদর্শন চালিয়ে সেটি বন্ধ ঘোষণা করেছিল, যা ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়।

সাফকো স্পিনিং কর্তৃপক্ষ ১২ ফেব্রুয়ারি জানিয়েছিল, কোম্পানির লোকসান কমানোর জন্য ১ ফেব্রুয়ারি থেকে উৎপাদন বন্ধ রাখা হবে, যা মার্চ মাস পর্যন্ত চলবে। পরিস্থিতি উন্নতি হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে।

তবে সেই মেয়াদ শেষ হলেও উৎপাদন শুরু হয়নি। প্রথম দফায় দুই মাসের জন্য বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়, এরপর দ্বিতীয় দফায় আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়। তৃতীয় দফায় আরও দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়ে উৎপাদন ৩১ আগস্ট থেকে শুরু করার পরিকল্পনা করেছে কোম্পানিটি।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে