ঢাকা, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
Sharenews24

পুতিনের কৌশলে কোণঠাসা ট্রাম্প, ইউক্রেন নিয়ে ধোঁয়াশা

২০২৫ আগস্ট ১৮ ২০:১৫:২৬
পুতিনের কৌশলে কোণঠাসা ট্রাম্প, ইউক্রেন নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কার অ্যাঙ্কোরেজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকে প্রত্যাশিত ফল পাননি। বৈঠকের আগে তিনি দাবি করেছিলেন, পুতিন তাকে সম্মান করেন এবং ইউক্রেন যুদ্ধের অবসানে আন্তরিক। কিন্তু বাস্তবে পুতিন আগের অবস্থানেই অনড় থাকেন।

রাশিয়া এখনো দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের ওপর দাবি বজায় রেখেছে। ট্রাম্পের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিও পুতিন প্রত্যাখ্যান করেন। বরং আলোচনার ছলে দনবাস অঞ্চল সহজে দখলের কৌশল দেখান তিনি।

হঠাৎ আয়োজন হওয়া বৈঠক দ্রুত শেষ হয়। ট্রাম্প দাবি করলেও, কোনো সুস্পষ্ট সমঝোতা প্রকাশ করতে পারেননি। এতে ইউক্রেন ও ইউরোপের মধ্যে অবিশ্বাস আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক যুদ্ধের গতিপথে কোনো পরিবর্তন আনেনি; বরং রাশিয়ার অবস্থান আরও শক্ত হয়েছে এবং ট্রাম্পের কূটনৈতিক দুর্বলতা স্পষ্ট হয়েছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে