ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

কাবা শরিফ থেকে ৪ হাজার ব্যক্তি গ্রেফতার

২০২৪ মার্চ ৩১ ২৩:৩৯:৪৫
কাবা শরিফ থেকে ৪ হাজার ব্যক্তি গ্রেফতার

প্রবাস ডেস্ক : পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণের অভিযোগে চলতি রমজান মাসে পবিত্র কাবা শরিফ থেকে চার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব।

একই সঙ্গে ওমরাহ পালনের ভুয়া প্রস্তাব দিয়ে বিদেশিদের প্রতারণার অভিযোগে ৩৫টি প্রতিষ্ঠান চিহ্নিত করে বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৩১ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবায় মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মুসল্লিরা যাতে শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, বছরের অন্য সময়ের তুলনায় রমজানে পবিত্র কাবা শরীফে ওমরাহ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজীর সংখ্যা অনেক বেড়ে যায়। ফলে ভিড় এড়াতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছে। একটি নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র মসজিদ কাবাতে না এসে মুসল্লিদের হোটেলের নামাজের কক্ষে বিশেষ করে রমজানের শেষ দশ দিনে নামাজ পড়তে হবে।

উল্লেখ্য, এর আগে ভিড় কমাতে এবারের রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সৌদি সরকার।

শেয়ারনিউজ, ৩১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে