ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

মধ্যপ্রাচ্যে এক সপ্তাহে ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

২০২৪ মার্চ ৩১ ২৩:৩৫:০৫
মধ্যপ্রাচ্যে এক সপ্তাহে ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

প্রবাস ডেস্ক : আবাসিক, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে গত এক সপ্তাহে ২১ হাজার ৫৩৭ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার (৩০ মার্চ) সৌদি প্রেস এজেন্সি এই বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুসারে, আবাসিক আইন লঙ্ঘনের জন্য মোট ১৪ হাজার ৬১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আর ৪ হাজার ৪৫৭ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা ও ২ হাজার ৪৭০ জনকে শ্রম-সম্পর্কিত আইন লঙ্ঘনের জন্য আটক করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশ করার চেষ্টার জন্য গ্রেপ্তার হওয়া ৯৬৬ জনের মধ্যে ৫৯ শতাংশ ইথিওপিয়ান, ৩৮ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা এবং উৎসাহিত করার সাথে জড়িত যে কেউ সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ১৫ বছর পর্যন্ত জেল হতে পারে।

শেয়ারনিউজ, ৩১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে