ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানে ৩৫ হাজার নতুন চাকরির সুযোগ

২০২৪ মার্চ ৩০ ২৩:০৬:৪১
ওমানে ৩৫ হাজার নতুন চাকরির সুযোগ

প্রবাস ডেস্ক : চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আরও ৩৫ হাজার মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

যার ফলে নাগরিকদের পাশাপাশি সুফল পাবেন প্রবাসীরা। তবে এবার দেশটি দক্ষতার গুরুত্ব দেবে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দিয়েছেন মন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বাওয়াইন।

তিনি বলেন, আগামীতে আর সার্টিফিকেটের উপরে নয় বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেয়া হবে। তাই শ্রম বাজারে টিকে থাকতে সবাইকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকুরীরত আছেন মোট ১ লাখ ৯৫ হাজার ৯০২ জন। যার মধ্যে প্রবাসীর সংখ্যা ২৫ হাজার ১৬৭ জন। আর বেসরকারি খাতে ২১ লাখ কর্মীর মধ্যে প্রায় ১৯ লাখ কর্মীই প্রবাসী।

ওমানের শ্রম মন্ত্রণালয় বলছে, এমন অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে চাকরি আছে কিন্তু কি করলে আর কিভাবে সেই কাজ পাওয়া যাবে তা নিয়ে তথ্য পাওয়া যায় না। মন্ত্রণালয় ভবিষ্যতে এই বিষয়টিও সমাধানের চেষ্টা করবে।

শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে