ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কামানের গোলা ছুড়ে ইফতারের সংকেত দেয় কুয়েত

২০২৪ মার্চ ১৯ ১৭:৩৪:০৬
কামানের গোলা ছুড়ে ইফতারের সংকেত দেয় কুয়েত

প্রবাস ডেস্ক : রমজান মাসের ইফতার ও সেহেরিকে ঘিরে বিশ্বব্যাপী রয়েছে নানা রকম অনুষ্ঠান আর রীতি-রেওয়াজ। রমজানে মধ্যপ্রাচ্যের অনেক দেশে প্রতিদিন কামান দাগিয়ে ইফতারের সময় জানিয়ে দেওয়ার রেওয়াজ বেশ পুরোনো।

কুয়েতও এর ব্যতিক্রম নয়। কুয়েতে কামানের গোলা ছুড়ে রোজাদারদের ইফতারের সংকেত দেওয়া হয়। যা ‘মিডফা আল ইফতার’ নামে পরিচিত।

রমজানে বাংলাদেশেও ইফতারের সময় নানা রেওয়াজ-রীতি প্রচলন আছে। আমাদের দেশে ইফতারে সময় হলেই দেখা যায় বিভিন্ন মসজিদে সাইরেন কিংবা ‘ইফতারের সময় হয়েছে, আপনারা ইফতার করে নিন’ বলে দেওয়া হয়।

কুয়েতে রোজাদারদের জানাতে দেশটির শাসক শেখ মোবারক আল সাবাহ এ রীতি চালু করেন বলে জানা যায়। এটি কুয়েতের ঐতিহ্যও বটে।

ইফতারের সময় হলেই কুয়েতের বিভিন্ন সংবাদমাধ্যম এইদৃশ্য সরাসরি সম্প্রচার করে। যেটা দেখে রোজাদাররা ইফতার শুরু করেন। কুয়েত ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে এই রীতি চালু আছে।

কুয়েত সিটির লিবারেশন টাওয়ারের পাশেই নায়েফ প্রাসাদে এ কামান বসানো হয়েছে। নায়েফ প্রাসাদটি ১৯১৯ সালে শেখ সালেম আল-মুবারক আল-সাবাহ-এর শাসনামলে নির্মিত হয়েছিল।

জানা যায়, কুয়েতে প্রথম কামান ১৯০৭ সালে শেখ মুবারক আল-সাবাহ-এর শাসনাধীনে আসে।

শেয়ারনিউজ, ১৯ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে