ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

যে কারণে ভিসা নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ করে না যুক্তরাষ্ট্র

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১১:৪৬:৩৬
যে কারণে ভিসা নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ করে না যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেজন্য বাংলাদেশকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ীদের ওপর আনুষ্ঠানিক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ সিদ্ধান্তের কথা জানান। তবে নিষেধাজ্ঞাপ্রাপ্তদের নাম প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি ডোনাল্ড লু বলেছেন, ভিসা নীতির অধীনে যাদের ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের নাম প্রকাশ করা হয়নি। কারণ যে কোনো ভিসার রেকর্ড, যার মধ্যে কারো নামে জারি করা হয়নি, মার্কিন আইন অনুযায়ী গোপন তথ্য। প্রমাণের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর, আমরা আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি।

এই নীতির উদ্দেশ্য হলো— সহিংসতা কমানো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধ করার মাধ্যমে বাংলাদেশের জনগণের গঠনমূলক অংশীদার হওয়া।

শেয়ারনিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে