ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশ কেন ব্রিকসের সদস্য হতে পারেনি, জানালেন পররাষ্ট্র সচিব

২০২৩ আগস্ট ২৮ ১০:০৯:২১
বাংলাদেশ কেন ব্রিকসের সদস্য হতে পারেনি, জানালেন পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক : আঞ্চলিক ভারসাম্য রক্ষার্থে অর্থনৈতিক জোট ব্রিকসের সদস্য এবার হতে পারেনি বাংলাদেশ- এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ব্রিকসে সদস্য না হওয়ায় আশাহতের তেমন কিছু দেখছি না। আমাদের আরও সময় আছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৭ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে আবেদন করেছিল উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যেকোনো ফরম্যাটে ব্রিকসে যোগ দিতে আগ্রহী। তবে রাজনৈতিক ও আঞ্চলিক ভারসাম্যের সমীকরণে এবার সদস্য দেওয়া হয়নি। এখানে ব্যালান্স করার একটা বিষয় রয়েছে। এবার ৬ জনের মধ্যে ছিলাম না। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, নর্থ আফ্রিকা থেকেও নিয়েছে। আবার মধ্যপ্রাচ্য থেকেও নিয়েছে।

মাসুদ বিন মোমেন বলেন, ব্রিকসের সঙ্গে আমরা সক্রিয়ভাবে আছি। নেক্সট ফেজে থাকব। আমরাও সময় পেলাম। এই জোটের রাজনৈতিক সদস্য না হলেও বাংলাদেশ অর্থনৈতিক সদস্য হিসেবে আছে। কারণ ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক- এনডিবি’র অংশীদার বাংলাদেশ।

শেয়ারনিউজ, ২৮ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে