ঢাকা, রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাদ্দামের ইস্যুতে যা বললেন আমিনুল হক

২০২৬ জানুয়ারি ২৫ ১৪:১৭:৫৫
সাদ্দামের ইস্যুতে যা বললেন আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক : যশোরে কারাবন্দি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চান না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতেই হবে।রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাদ ‘সি’ ব্লক এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, “গতকালের একটি ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। যশোরে ছাত্রলীগকর্মী সাদ্দাম কারাগারে ছিলেন। তাঁর স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। অথচ সেই সময় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় আমাদের অনেক ভাইয়ের বাবা-মা মারা গেলেও তাঁদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। কিন্তু আমরা সেই অমানবিক রাষ্ট্র আর দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ।”

সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে এই প্রার্থী বলেন, “যাঁরা পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন, তাঁদের সবার আগে মানুষ হতে হবে। সবার আগে আমার বাংলাদেশ, সবার আগে মানবিকতা। মতাদর্শ যাই হোক না কেন, কেউ যখন তার স্বজন হারায়, তখন তার অসহায়ত্ব বোঝার মানসিকতা থাকতে হবে।”

এদিন আমিনুল হক ৫ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি এলাকাবাসীর দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী আবাসনের প্রতিশ্রুতি দেন।

আমিনুল হক বলেন, “আমার পরিকল্পনার এক নম্বরে রয়েছে এই অবহেলিত মানুষের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করা এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।”

এলাকার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচিত হলে আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। অর্থের অভাবে যেন কেউ শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সে জন্য প্রতিটি ঘরে বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে।”

এ ছাড়া মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “একটি সুশৃঙ্খল ও শান্তিময় পল্লবী–রূপনগর গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে