ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

আমাকে ক্ষেপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে

২০২৬ জানুয়ারি ২৪ ১৮:৫৬:১৮
আমাকে ক্ষেপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ করে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন একই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার নির্বাচনী প্রচারণা সমাবেশে তিনি বলেন,“আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষেপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম—শুধু হাফপ্যান্ট খুলে দেইনি, তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনও হাংকিপাংকি করবেন না।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করেন, তার প্রতিপক্ষের কাছে বিপুল অর্থ রয়েছে এবং তারা বিভিন্নভাবে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। তিনি বলেন,“আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক ও স্ট্যাম্প নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গুলিস্তানে নাকি এখন হকিস্টিক আর স্ট্যাম্প পাওয়া যাচ্ছে না—সব বিক্রি হয়ে গেছে। আসুন, খেলা হবে। দেখি কেমন খেলা খেলতে পারেন।”

তিনি আরও বলেন, “মেরে ফেলবেন? একজন হাদি মারা গেছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে। তবুও ঢাকা-৮ আসন আমরা ছাড়ব না।”

বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,“বিএনপির অসংখ্য ভাই বাংলাদেশে নির্যাতিত হয়েছিল। কিন্তু আপনারা তো কখনও তাদের কথা বলেন না। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজ ঋণখেলাপি আর দ্বৈত নাগরিকদের বিদেশ থেকে এনে মনোনয়ন দিচ্ছেন, সেই মানুষগুলোর বদদোয়ায় আপনারা ছারখার হয়ে যাবেন।”

তিনি দাবি করেন, তাকে নিয়ে ‘শুধু নেতিবাচক কথা বলেন’—এমন একটি প্রচারণা চালানো হচ্ছে। তবে তার ভাষায়,“আমাদের পজিটিভ কথাটা হলো—আমরা চাঁদাবাজদের উচ্ছেদ করতে চাই। দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করতে চাই। এই সন্ত্রাসীদের কারণেই যেন আর কোনো ওসমান হাদি ভাই শহীদ না হয়।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে