ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

২০২৬ জানুয়ারি ২৪ ১৭:১৬:৩৩
সাপ্তাহিক মার্কেট মুভারে নতুন চার কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৮-২২ জানুয়ারি’২৬) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ১৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০ পয়েন্টে।

আর সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৯৭৮ কোটি ৪৭ টাকা বেশি। বাজারের এমন পরিস্থিতিতে ডিএসইর সাপ্তাহিক লেনদেনে বা মার্কেট মুভারে নেতৃত্বে যুক্ত হয়েছে নতুন ৪ কোম্পানি।

কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং খান ব্রাদার্স। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে কোম্পানি ৪টির মধ্যে সবেচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৫৪ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১.৮৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৫৪ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৫২ কোটি ১৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ১.৮১ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১১৩ টাকা ৩০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির মোট ৪৮ কোটি ৫৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ১.৬৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ৭০ টাকা ১০ পয়সা।

সপ্তাহজুড়ে ডিএসইতে খান ব্রাদাসের মোট ৪২ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা, যা মোট লেনদেনের ১.৪৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বশেষ দর ছিল ৪৯ টাকা ৯০ পয়সা।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে