ঢাকা, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

সপ্তাহজুড়ে  ৫ খাতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন

২০২৬ জানুয়ারি ২৪ ১৬:২৯:৪৬
সপ্তাহজুড়ে  ৫ খাতে বিনিয়োগকারীদের সর্বোচ্চ রিটার্ন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮–২২ জানুয়ারি ২০২৬) শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনটি সূচকের মধ্যে একটি সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেনের পরিমাণও বেড়েছে।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ১০০ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ফলে বাজারে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে।

বাজারের এই পরিস্থিতিতে সাপ্তাহিক রিটার্নের হিসাবে মোট ১৯টি খাতে দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এসব খাতে বিনিয়োগকারীরা মুনাফা অর্জন করেছেন। এর মধ্যে ৫টি খাতে সর্বোচ্চ মুনাফা হয়েছে, যেখানে সাপ্তাহিক রিটার্নে শেয়ারদর ৪ শতাংশ থেকে ৯ শতাংশেরও বেশি বেড়েছে।

সর্বোচ্চ মুনাফা হওয়া ৫টি খাত হলো— জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, সিমেন্ট, ভ্রমণ ও অবকাশ এবং তথ্য প্রযুক্তি।

খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সাপ্তাহিক রিটার্নে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। এ খাতে সাপ্তাহিক রিটার্ন দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে লাইফ ইন্স্যুরেন্স খাত, যেখানে সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৬.৭৬ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ রিটার্ন এসেছে সিমেন্ট খাতে, যার সাপ্তাহিক দর বৃদ্ধি ৫.১৬ শতাংশ।

এছাড়া, ভ্রমণ ও অবকাশ খাতে সাপ্তাহিক রিটার্নে শেয়ারদর বেড়েছে ৫.০৬ শতাংশ এবং তথ্য প্রযুক্তি খাতে বেড়েছে ৪.৯ শতাংশ।

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে রয়েছে— সেবা ও আবাসন খাতে ৩.৭৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.২৩ শতাংশ, প্রকৌশল খাতে ৩.০৯ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৮৮ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৮ শতাংশ এবং মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২৬ শতাংশ।

এছাড়া আর্থিক খাতে ২.১১ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২.০৭ শতাংশ, বস্ত্র খাতে ১.৯৫ শতাংশ, সিরামিকস খাতে ১.৫৯ শতাংশ, ব্যাংক খাতে ১.৫৫ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.১৪ শতাংশ, বিবিধ খাতে ১ শতাংশ এবং কর্পোরেট বন্ড খাতে ০.২২ শতাংশ সাপ্তাহিক রিটার্নে শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে